৯। একনজরে বারুইপাড়া।
বাংলাদেশের দক্ষিণপ্রান্তে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলা ভূমি সুন্দরবনের পাদপীঠে ভৈরব নদীরবুকে জেগে উঠা দ্বীপ বাগেরহাট, যার অভ্যন্তরে অবস্থিত বারুইপাড়াইউনিয়ন।বারুইপাড়া ইউনিয়নেশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহবিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।
ক) নাম – ৫নং বারুইপাড়া ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন – ১৫,৭২০(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৯৫৫৩জন
ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।
ঙ)মৌজার সংখ্যা – ১৪টি।
চ) হাট/বাজার সংখ্যা -৬টি।
ছ)উপজেলা সদরথেকে যোগাযোগ মাধ্যম – বাস/টেম্পু/ইজিবাইক/রিক্সা।
জ) শিক্ষার হার–৬০%। (২০০১ এর শিক্ষা জরীপঅনুযায়ী)
সরকারী প্রাথমিকবিদ্যালয়-১০ টি,
বে-সরকারীরেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,
মাদ্রাসা-৭টি।
ঝ) দায়িত্বরতচেয়ারম্যান –জনাব,মো:ছরোয়ার হোসেন
মোবাইল নাম্বার-01788961033
ঞ)গুরুত্বর্পূণধর্মীয় স্থান- ২২টি।
ট)ঐতিহাসিক/পর্যটন স্থান – অযোধ্যার মঠ, গোপালজিউর মন্দির।
ঠ)ইউপি ভবন স্থাপন কাল – ২৭/০৮/২০০৫ইং।
ড)নবগঠিত পরিষদের বিবরণ –
১) শপথগ্রহণের তারিখ – ১৫/০৫/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ – ০১/০৬/২০১৬ ইং
৩)মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০১/০৩/২০২১ইং
ঢ) গ্রামসমূহের নাম –
আড়পাড়া কুরশাইল বারুইপাড়া উজলপুর সাহেবাহার
পারকুরশাইল অযোধ্যা সোতাল ভট্টপ্রতাপ কাটাখালী
আখাইনগর লাউপালা বাগদিয়া কার্তিকদিয়া কোধলা
গোয়ালখালী কাফুরপুরা চিন্তিরখোর বাকপুরা
ণ) ইউনিয়নপরিষদ জনবল –
১)নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদসচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS